Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বাংলাদেশ টেলিভিশন দেশব্যাপী নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫। আপনার শিশু-কিশোরদেরকে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে আজই আবেদন করুন। আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট, ২০২৫ থেকে ৫ সেপ্টেম্বর, ২০২৫
Details

সুখবর, সুখবর, সুখবর

প্রিয় বান্দরবানবাসী! 

# বাংলাদেশ টেলিভিশন দেশব্যাপী নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫। আপনার শিশু-কিশোরদেরকে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে আজই আবেদন করুন।

# আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট, ২০২৫ থেকে ৫ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত।

# ৬-১১ বছরের নিম্নে শিশুরা 'ক' গ্রুপে এবং ১১-১৫ বছর পর্যন্ত কিশোর-কিশোরীরা 'খ' গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

# ৩টি বিভাগের অধীনে ৯টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


অভিনয় বিভাগে রয়েছে: অভিনয়, আবৃত্তি ও গল্প বলা বা কৌতুক

নৃত্য বিভাগে রয়েছে: সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য

সংগীত বিভাগে রয়েছে: দেশাত্মবোধক বা আধুনিক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও হামদ-নাত


আবেদন বা রেজিষ্ট্রেশন প্রক্রিয়া: 

১. অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগণ বিনামূল্যে নির্ধারিত ফরমে আবেদন করে রেজিস্ট্রিভুক্ত হবেন।

২. আবেদন ফরম বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে।

৩. এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে Google Form পূরণ ও চাহিত প্রমাণক আপলোড করে সাবমিট করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে।

৪. একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩ টি বিষয়ে আবেদন করতে পারবে।

৫. আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্মসনদ, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ই-মেইল-notunkuribtv@gmail.com অথবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে 'নতুন কুঁড়ি', বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

৬. আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণপূর্বক notunkuribtv@gmail.com ই-মেইলে বা রেজিস্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে কিংবা Google Form এ নির্ধারিত কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে। যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। একাধিক পদ্ধতিতে আবেদন বাতিল বলে গণ্য করা হবে।

Attachments
Image
Publish Date
17/08/2025
Archieve Date
01/01/2026