Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানকে ধারণ করে বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিস্তারিত
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানকে ধারণ করে বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় বান্দরবান পার্বত্য জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), বান্দরবান পার্বত্য জেলা ও জনাব মোঃ আবু তালেব, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), বান্দরবান পার্বত্য জেলা উপস্থিত ছিলেন। 
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর নির্মিত গণমুক্তি অনিবার্য শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা জেলাপ্রশাসক বলেন বর্তমান বাংলাদেশের বিশাল একটি অংশ হলো তরুণ গোষ্ঠী। এ তরুণ দলের অমিত সম্ভাবনার প্রমাণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আমরা দেখেছি। সমাজব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোসহ তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে তাই তারুণ্যের এ প্রবল জোয়ারকে কাজে লাগাতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার কাজটি আরো চ্যালেন্জিং। সেই চ্যালেন্জ উত্তরণের জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
স্বাগত বক্তব্যে বান্দরবান জেলা তথ্য অফিসার  জনাব মিজানুর রহমান বলেন, বিশ্ব যখন তরুণদের ওপর নির্ভর করে একটি টেকসই উন্নত দুনিয়ায় পরিণত হওয়ায় স্বপ্ন দেখছে, ঠিক সে মুহূর্তে তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে বাংলাদেশ এক অনন্য ইতিহাসের সাক্ষী হয়েছে। এসময় বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বান্দরবান জেলাকে দুর্নীতি মুক্ত করা সহ জেলার শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন ব্যবস্থার সত্যিকার উন্নয়নের জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আন্দোলনে বর্তমান তরুণদের ভূমিকার ভূয়সী প্রসংশা করা হয়।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/02/2025
আর্কাইভ তারিখ
30/01/2025